সর্বশেষ

রাতের আঁধারেও খাদ্য সহায়তা নিয়ে দিনমজুরদের বাড়িতে ছুঁটে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান!




করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে দেশ। এমন মুহূর্তে কর্মহীন হয়ে পড়া সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র দিনমজুরদের বাড়ি বাড়ি দিনের বেলার পাশাপাশি রাতে গিয়েও চাল, ডালসহ শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

জেলা প্রশাসন থেকে বরাদ্দকৃত এ সকল খাবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাচ্ছুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বিভিন্ন এলাকার দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার পৌঁছে দেয়া হচ্ছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা জানান প্রতিটি পরিবারকে সাহায্য স্বরুপ ১০ কেজি করে চাল ও নগদ টাকা দিয়ে কেনা ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, কেজি লবন, ৫০০ গ্রাম পেঁয়াজ ও ২৫০ গ্রাম রসুন বিতরণ করা হচ্ছে। 

পাবনা জেলা  ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম জানান প্রধানমন্ত্রীর তরফ থেকে  দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মাধ্যমে সুজানগর উপজেলায় চা-স্টল ও দিনমজুরদের সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে ২০ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা  বরাদ্দ দেয়া হয়েছে।

সুজানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাচ্ছুম জানান  নিম্নবিত্তের  খেটে খাওয়া মানুষদের কথা মাথায় রেখে  জেলা প্রশাসনের উদ্যোগে এ খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে। 

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান করোনার প্রভাবে কোন কাজ না থাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমুজুর শ্রমিকরা। কাজ না পাওয়া এবং ঘর থেকে বের হতে না পারায় তারা মানবেতর জীবন যাপন করছে। তাই মানবিক দৃষ্টিকোন এবং সামাজিক দায়বদ্ধতা  থেকে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়ার কাজটি  তিনি করছেন বলে জানান। 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন