আগামী ১২ জুলাই,২০২০ সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে "করোনাকালীন শিক্ষা সংকট এবং করনীয়" শীর্ষক আলোচনা সভা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ মাহবুব হোসেন।
আলোচক মন্ডলীঃ
মােঃ আব্দুল বাছেত বাচ্চু
অধ্যক্ষ,সাতবাড়িয়া ডিগ্রি কলেজ সুজানগর, পাবনা
মােঃ মতিউর রহমান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, সুজানগর, পাবনা
মােঃ হাবিবুর রহমান
প্রধান শিক্ষক,জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়
মোঃ আলমগীর হোসেন
অধ্যক্ষ, নিজামউদ্দিন আজগর আলী কলেজ,সুজানগর,পাবনা
মােঃ শাহজাহান আলী
অধ্যক্ষ,সুজানগর মহিলা ডিগ্রী কলেজ সুজানগর, পাবনা
মোঃ মতিনুজ্জামান
প্রধান শিক্ষক,খলিলপুর উচ্চ বিদ্যালয় সুজানগর, পাবনা
মােঃ আমজাদ হোসেন
প্রধান শিক্ষক,সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
মােঃ আনছার আলী
প্রধান শিক্ষক,দুলাই উচ্চ বিদ্যালয় সুজানগর, পাবনা
মোঃ ফজলুর রহমান
প্রধান শিক্ষক,দুর্গাপুর নেছারা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সুজানগর, পাবনা
খন্দকার শাহরিয়ার সুলতান
প্রধান শিক্ষক,মালিফা হাবিবর রহমান (বহুমুখী) উচ্চ বিদ্যালয় সুজানগর, পাবনা
মােঃ আলাউদ্দিন
প্রধান শিক্ষক, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় সুজানগর, পাবনা
মােঃ নাদের হােসেন
অধ্যক্ষ,নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ সুজানগর, পাবনা
মােঃ আব্দুল লতিফ
অধ্যক্ষ,সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ, সুজানগর পাবনা
মােঃ আব্দুল কাদের
প্রধান শিক্ষক,মথুরাপুর উচ্চ বিদ্যালয় সুজানগর, পাবনা
মোঃ মনসুর আলী
প্রধান শিক্ষক,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সুজানগর, পাবনা
সঞ্চালনা করবেন জনাব ফিরােজ আলম,শিক্ষা ও প্রযুক্তি গবেষক,প্রতিষ্ঠাতা ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ।
আয়োজনে: ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ ও আহমেদ তফিজ উদ্দিন আইসিটি ইনস্টিটিউট
অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন Ahmed Firoz Kabir ও Ahmed Tafiz Uddin ICT Institute পেইজে।
একটি মন্তব্য পোস্ট করুন